ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি হচ্ছে ব্রাজিল-জার্মানি!  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ২৫ জুন ২০১৮ | আপডেট: ১৬:০৭, ২৫ জুন ২০১৮

গত ফুটবল বিশ্বকাপে সেমিফাইনাল পর্বে ব্রাজিল ও জার্মানির মধ্যকার ম্যাচটির কথা কারো ভোলার কথা নয়। সেই ম্যাচে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল জার্মানি। সেদিন ব্রাজিলের এমন হারে দলটির সমর্থকরা কেঁদেছিল। এরপর ফাইনাল ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল জার্মানি।

দেখতে দেখতে পার হয়ে গেল চারটি বছর। দরজায় কড়া নাড়ছে আরেকটি বিশ্বকাপ। আরেকটি চমৎকার টুর্নামেন্ট দেখার আশায় পুরো বিশ্ব। আগামী ১৪ জুন রাশিয়ায় শুরু হবে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। আগের হতাশা ভুলে এবার প্রতিটি দলই ভালো কিছু করার প্রত্যাশায়। 

গ্রুপ পর্বে ব্রাজিল লড়াই করবে গ্রুপ ‘ই’তে। এই গ্রুপে অন্য তিনটি দল হচ্ছে কোস্টারিকা, সার্বিয়া ও সুইজারল্যান্ড। অন্যদিকে, জার্মানি লড়াই করবে গ্রুপ ‘এফ’এ। গ্রুপটিতে অন্য তিনটি দল হচ্ছে দক্ষিণ কোরিয়া, মেক্সিকো ও সুইডেন।

প্রতিটি গ্রুপ থেকেই দুইটি করে দল দ্বিতীয় রাউন্ডে উঠবে। এই দুই গ্রুপ থেকে উঠে আসা চারটি দল দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে। অর্থাৎ, দ্বিতীয় রাউন্ডে গ্রুপ ‘ই’ এর চ্যাম্পিয়ন ও গ্রুপ ‘এফ’ এর রানার আপ এবং গ্রুপ ‘ই’ এর রানার আপ ও গ্রুপ ‘এফ’ এর চ্যাম্পিয়ন মুখোমুখি হবে।

 সেই হিসাবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হতে পারে ব্রাজিল-জার্মানি। ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় আর জার্মানি গ্রুপ রানার আপ হয় কিংবা ব্রাজিল যদি গ্রুপ রানার আপ হয় ও জার্মানি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে।

কিন্তু দুইটি দলই যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে দ্বিতীয় রাউন্ডে তারা মুখোমুখি হবে না। তাছাড়া কোনো একটি দল বা দুইটি দলই যদি গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তাহলে এই বিশ্বকাপে কোনো পর্বেই দল দুইটি মুখোমুখি হবে না।

 টিআর/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি